• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৪, ০৪:৩৮ পিএম
সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের দুধারে অবৈধভাবে গড়ে ওঠা তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।  

রোববার (৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান। এতে নেতৃত্ব দেন রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (এসএসএ) সুলতান মৃধা। এ সময় রেলওয়ে পুলিশ, আরএনবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলওয়ে সূত্র জানায়, রেললাইনের দুধারে কিছু অসাধু ব্যক্তির ছত্রছায়ায় স্থায়ী ও অস্থায়ী শতাধিক দোকানঘর গড়ে ওঠে। কোনো কোনো ব্যবসায়ী রেললাইন ঘেঁষে পাকা স্থাপনাও নির্মাণ করেছেন। এ সব অবৈধ দোকানের কারণে সারাক্ষণ রেললাইনে লোকজনের ভিড় লক্ষ্য করা যায়। যার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ইতোপূর্বে ট্রেনে কাটা পড়ে বেশ কয়েকজন মারাও গেছে। তাই ট্রেন চলাচলে দুর্ঘটনা এড়াতে ওই সব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।  

প্রকৌশলী সুলতান মৃধা বলেন, “রেলপথ ঘেঁষে দোকানপাট বসানো সম্পূর্ণ অবৈধ। এতে ট্রেনের সিগন্যাল দিতে ও দেখতে অসুবিধা হচ্ছিল। আবার এতে ট্রেন চলাচলে ঝুঁকি বাড়ছে। সেই সঙ্গে ট্রেনে কাটাও বাড়ছে মানুষ। তাই আজকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে শহরের ফল মার্কেট পর্যন্ত রেললাইনের দুধারে প্রায় দুই শতাধিক অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়েছে।”

Link copied!