• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খাগড়াছড়িতে অবৈধ ভারতীয় ওষুধ জব্দ


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৭:০২ পিএম
খাগড়াছড়িতে অবৈধ ভারতীয় ওষুধ জব্দ

অবৈধভাবে ভারতীয় ওষুধ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিনমোহন ত্রিপুরা (২৪) নামের একজনকে আটক করেছে মাটিরাঙা থানা-পুলিশ।

বুধবার (২৯ মার্চ) বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙা সদর ইউনিয়নের সদয়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।  

দিনমোহন ত্রিপুরা একই এলাকার ধনিরামপাড়ার চাঁন মোহন ত্রিপুরা প্রকাশ কুলির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ উপায়ে বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ মজুত করা হয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাটিরাঙা থানা-পুলিশ। এ সময় দীনমোহন ত্রিপুরার একচালা ঘরে মজুত করা ১০টি প্লাস্টিকের বস্তায় রাখা ৬ লাখ ২৫ হাজার ৮৪০ পিস অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দিনমোহন ত্রিপুরাকে আটক করা হয়। এ ঘটনায় দিনমোহন ত্রিপুরাসহ দুজনকে আসামি করে মাটিরাঙা থানায় মামলা করেছেন মাটিরাঙা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, “প্রায়ই সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় ওষুধ দেশে প্রবেশ করছে। এসব ওষুধ অবৈধ পথে আমদানি রোধে মাটিরাঙা থানা-পুলিশ কাজ করছে। জব্দকৃত ভারতীয় ওষুধের বর্তমান বাজারমূল্য ৩০ লাখ টাকার বেশি।”

Link copied!