বিশ্ব ইজতেমার দুই পর্বের প্রথম পর্ব শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) এ পর্বের দ্বিতীয় দিন। ইজতেমায় আসা মুসল্লিদের জ্বর, ঠান্ডা, কাশিসহ পেট খারাপের প্রবণতা বাড়ছে।
ইজতেমায় ফ্রি অস্থায়ী চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকরা সংবাদ প্রকাশকে এ তথ্য জানিয়েছেন।
চিকিৎসকদের তথ্যমতে, প্রতিদিন ফ্রি অস্থায়ী চিকিৎসা কেন্দ্রগুলোতে প্রায় এক হাজারের মতো রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন। তারা সবাই সিজনাল জ্বর, কাশিতে আক্রান্ত। অধিকাংশ রোগীর বয়স চল্লিশের বেশি। প্রাথমিক চিকিৎসা শেষে তারা সুস্থ হচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের এক চিকিৎসক সংবাদ প্রকাশকে বলেন, “আমাদের এখানে মধ্য বয়সী রোগীর সংখ্যা বেশি। তারা সবাই জ্বর, সর্দি, কাশিতে বেশি আক্রান্ত হচ্ছেন। আবার কারও কারও পেটও খারাপ করছে।”
ওই চিকিৎসক আরও বলেন, “আমাদের সাধ্যমতো সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, তাদের ফ্রি চিকিৎসা দিতে পেরে আমরা খুবই আনন্দিত।”
আশরাফ সেতু কমপ্লেক্সের ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন। তাদের দেওয়া তথ্যমতে, প্রথম পর্বের এখন পর্যন্ত ১০ হাজারের বেশি রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন।
সমিতির সভাপতি সংবাদ প্রকাশকে বলেন, “আমরা মুসল্লিদের সুবিধার কথা বিবেচনা করে ফ্রি চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। এটা দুই পর্বেই চালু রাখতে চাই।”