• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘হাতপাখায় চাপ দিলে ভোট চলে যায় নৌকায়’


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১২, ২০২৩, ১২:০৭ পিএম
‘হাতপাখায় চাপ দিলে ভোট চলে যায় নৌকায়’

ইভিএমে হাতপাখায় চাপ দিলে নৌকায় ভোট চলে যায় বলে অভিযোগ করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল।

সোমবার (১২ জুন) সকালে পশ্চিম বানিয়াখামার দারুল কোরআন বহুমুখী মাদ্রাসায় ভোট দিয়ে তিনি এ অভিযোগ করেন।

মাওলানা আব্দুল আউয়াল বলেন, “আমার পোলিং এজেন্টদের মাধ্যমে অভিযোগ এসেছে খালিশপুর ১২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএমে হাতপাখায় চাপ দিলে ভোট চলে যাচ্ছে নৌকায়। আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেখানে ইভিএমে সমস্যা পাইনি।”

হাতপাখা প্রতীকের এই প্রার্থী আরও বলেন, “মেশিন নষ্ট, কোনো কোনো জায়গায় একটু উল্টাপাল্টা হচ্ছিল। একটা অভিযোগ পাওয়া গেল যে ইভিএমে হাতপাখায় ভোট দিলে তা নৌকায় চলে যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে ইভিএমের বিভ্রাট হচ্ছে। যাতে ভোট ধীর গতিতে চলছে।”

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ইসলামী আন্দোলনের এই প্রার্থী বলেন, “যদি সুষ্ঠুভাবে ভোট হয় আমি নির্বাচনে জিতব। এবং যেকোনো ফলাফল মেনে নেব।”

Link copied!