গাজীপুর সিটির কাজ করতে গিয়ে অনিয়ম-দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়েছেন নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। তিনি বলেন, “অনিয়মের বেলায় কোনো ছাড় নেই। দুর্নীতির বেলায় থাকবে ‘জিরো টলারেন্স’। কেউ অনিয়ম-দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে আমার ছেলেও রেহাই পাবে না।”
শনিবার (২৭ মে) রাতে গাজীপুর নগরীর ছয়দানা এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় এ কথা বলেন।
গাজীপুর সিটির নগরমাতা বলেন, “প্রতি মাসেই কর্মপরিকল্পনা করে কাজ করব। নগরীর রাস্তা-ড্রেন নির্মাণকে অধিকার দেব। পরে পর্যায়ক্রমে ময়লা-আবর্জনা ও পরিবেশ দূষণমুক্তকরণসহ অন্যান্য কাজ করব। এসব কাজে আমি দুর্নীতি সহ্য করব না।”
জাহাঙ্গীরের কাজে সন্তুষ্ট হয়ে ভোটাররা আমাকে ভোট দিয়েছে উল্লেখ করে জায়েদা খাতুন বলেন, “আমিও তাদের কথা স্মরণ রেখে সিটির কাজ করব। এ ক্ষেত্রে সাংবাদিক ও মিডিয়াকেও সঙ্গে রাখব। আমি ছেলের সব অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব।”