• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় প্রকাশ


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৬:০৮ পিএম
ভারতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় প্রকাশ
ভারতে আটক বাংলাদেশিরা। ছবি : সংগৃহীত

অনুপ্রবেশের দায়ে ১৩ যুবককে আটকের সত্যতা নিশ্চিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকদের মধ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৯ জন এবং গোয়াইনঘাট উপজেলার ৪ জন রয়েছেন।

বিএসএফ ৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে আলোচনা করে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

হাফিজুর রহমান জানান, বিএসএফ জানিয়েছে, গত ২৩ ডিসেম্বর রাত ৪টার দিকে বাংলাদেশের তামাবিল সীমান্তের ওপারে ভারতের ডাউকি এলাকা থেকে বাংলাদেশি ১৩ নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ রয়েছে। পরে তাদের ডাউকি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন, জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে সাজু আহমদ (২০), একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে সজীব (১৯), বিলাল হোসেনের ছেলে রুহুল (২০) ও ইলালের ছেলে আরিফ (১৯), গুচ্ছগ্রামের জামালের ছেলে মোবারক (১৯), একই গ্রামের আবদুল্লাহ’র ছেলে রনি (১৯) ও বশিরের ছেলে সোহাগ (১৯), দুলতিপুরের ইব্রাহিম আলীর ছেলে ফখরুল ইসলাম (১৯) ও শ্রীপুর গ্রামের জামরুলের ছেলে রুবেল (২৫)।

গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের আইয়ূব আলীর ছেলে শামীম (২১), একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ (২২), শান্তিনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইব্রাহিম (১৯) ও তামাবিলের মতিনের ছেলে নয়ন (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২২ ডিসেম্বর) জাফলং জিরোপয়েন্ট এলাকা দিয়ে ১৩ জন যুবক ভারতে অনুপ্রবেশ করে। রাতে ফেরার পথে তারা বিএসএফের হাতে আটক হন। পরে বিএসএফ তাদের ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।

Link copied!