• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘এখন আর কারও কাছে হাত পাততে হইব না’


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৬:৪৩ পিএম
‘এখন আর কারও কাছে হাত পাততে হইব না’

টাঙ্গাইলের সদর উপজেলায় তিনজন ভিক্ষুককে দোকান এবং ২০ জন মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।

এর আগে অফিসার্স ক্লাব একাডেমি ইনডোর প্লে-গ্রাউন্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।

উপকারভোগী শহর আলী বলেন, “আমি আগে মানুষের দ্বার দ্বারে ভিক্ষা করে সংসার চালাইতাম। ডিসি স্যার আমাকে দোকান দিয়েছেন। দোকান করে এখন সংসার চালাতে পারব। এখন আর কারও কাছে হাত পাততে হইব না। দোকান পেয়ে আমি অনেক খুশি।” 

আরেক উপকারভোগী করিমন বেগম বলেন, “আজ আমাকে ডিসি স্যার দোকান দিয়েছে। দোকান পেয়ে ভালো লাগছে। এখন পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারব।”

Link copied!