• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৬, ২০২৪, ০৯:২২ এএম
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
জেলার মানচিত্র

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে মো. আব্দুল মণ্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে জেলা সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। এ সময় আসামি মো. আব্দুল মণ্ডল আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মণ্ডল রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের কোমরপুর গ্রামের মো. রুহুল আমীনের (নুরুল মণ্ডল) ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের টাকা নিয়ে স্ত্রীকে চাপ দিতেন স্বামী আব্দুল মণ্ডল। এ নিয়ে তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। ২০২৩ সালের ৬ জুন রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ইট দিয়ে পিটিয়ে মাথা থেতলিয়ে স্ত্রী রাশিদা বেগমকে হত্যা করেন আব্দুল। পরে ঘরে মরদেহ ফেলে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যান হত্যাকারী।

এ ঘটনায় নিহত রাশিদা বেগমের বড় বোন আছমা বেগম বাদী হয়ে ৭ জুন একটি হত্যা মামলা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী সাংবাদিকদের জানান, “শুনানি শেষে দ্রুত সময়ে মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে আমরা সন্তুষ্ট।”

Link copied!