পাবনার সুজানগরে পদ্মা নদীতে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে হৃদয় খান (২৩) ও মৌ আক্তার (১৯) নামের এক দম্পতির মৃত্যু হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নৌপুলিশ ও ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।নিহতরা পাবনা সদর উপজেলার কোলচড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে সাতবারিয়া পদ্মা নদী ঘাট এলাকায় বেড়াতে যান অনেকে। এসময় পদ্মা ভ্রমণের জন্য একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন ২০ থেকে ২৫ জন। এর মধ্যে নিহত হৃদয় ও মৌ আক্তারও ছিলেন। নৌকাটি মাঝ নদীতে গিয়ে স্রোতে ডুবে যায়। এরপর আশপাশের কয়েকটি নৌকা গিয়ে কয়েকজনকে উদ্ধার করে ও কয়েকজন সাঁতরে জীবন রক্ষা করেন। কিন্তু স্রোতে হারিয়ে যান হৃদয় ও মৌ।
সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। শুক্রবার (৩ এপ্রিল) তাদের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার সাতবারিয়া পদ্মা নদী ঘাট এলাকায় ঘুরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন তারা।