• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৪:৫৭ পিএম
ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই মোড়ে কাভার্ডভ্যান চাপায় আব্দুল হেকিম (৮০) ও আজমলা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান। নিহতরা ময়মনসিংহ সদরের পাড়াইল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত দুজন ঈদের কেনাকাটার জন্য বাড়ি থেকে শহরে আসছিলেন। দুপুর দুইটার দিকে তারা চুরখাই মোড়ে রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Link copied!