• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত শতাধিক


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৪:২৬ পিএম
ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত শতাধিক

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর কালামের পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে রাইজুল ও নুর কালামের লোকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ের উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। পরে ওই ঘটনার জের ধরে সোমবার সকাল ৭টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে দুই পক্ষের শতাধিক লোক আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Link copied!