বান্দরবান লামা উপজেলার সরইয়ে রেংয়েন ম্রো কার্বারী পাড়ায় অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে হিল উইমেন্স ফেডারেশন।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সোনারিতা চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিপন ত্রিপুরা, যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গ্যা, রাঙামাটি সরকারি কলেজ শিক্ষার্থী এলি চাকমা।
এ সময় বক্তারা বলেন, বান্দরবান লামায় রেংয়েন ম্রো কার্বারী পাড়ার ম্রোদের উচ্ছেদ করে লামা রাবার ইন্ডাস্ট্রি লিমিটেড রাবারবাগান করতে চাচ্ছে। দীর্ঘদিন ধরে রাবার কোম্পানির লোকজন ম্রোদের ওপর অত্যাচার-নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে বান্দরবান জেলা প্রশাসন ও লামা উপজেলা প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ অবস্থায় রাবার কোম্পানির লোকজন সাহস পেয়ে সর্বশেষ ম্রোদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে।
বক্তারা সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে সক্রিয় করার দাবি জানান।