• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০, ২১ শা'বান ১৪৪৬

বন্ধ সিএনজি পাম্প চালুর দাবিতে চালকদের মানববন্ধন


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৫:১৬ পিএম
বন্ধ সিএনজি পাম্প চালুর দাবিতে চালকদের মানববন্ধন
মানববন্ধন। ছবি : প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীর দাশুরিয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আকিজ ফিলিং স্টেশন (সিএনজি পাম্প) চালুর দাবিতে মানববন্ধন করেছে থ্রি হুইলার অটোরিকশার চালকরা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দাশুরিয়া আকিজ ফিলিং স্টেশনের সামনে সিএনজি চালিত সকল গাড়ির চালকদের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, গত ১১ মাস ধরে পাম্প থেকে সিএনজি না পাওয়ায় দুর্বিষহ জীবনযাপন করছেন গাড়ি চালকরা। অন্য পাম্প থেকে দীর্ঘ সময় ধরে গাড়িতে সিএনজি নিয়ে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। সময় মতো সিএনজি না পাওয়ায় আয় কমে গেছে। তাই অবিলম্বে সিএনজি পাম্প চালুর জন্য আকিজ ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।

এ সময় বক্তব্য রাখেন, সিএনজি অটোরিকশাচালক ফিরোজ হোসেন, তুহিন সরদার, মাসুম হোসেন, তুষার শেখ, আব্দুল কুদ্দুসসহ আরও অনেকে।

Link copied!