বরগুনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ফাতিমা বেগম (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে তারা।
বৃহস্পতিবার (৪ জুলাই) সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের পুরাকাটা এলাকায় ঘটনা ঘটে। বর্তমানে তিনি বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে প্রথমে সাংবাদিক সোহাগ হাওলাদারের বাড়িতে সিঁধ কেটে ঘরে প্রবেশের চেষ্টার করে দুর্বৃত্তরা। ব্যর্থ হলে পাশের বাড়ির শাহিন মৃধার ঘরে সিঁধ কেটে ঘরে ঢুকলে গৃহবধূ ফাতিমা টের পান। ফাতিমা চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে ও স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
আহত ফাতিমার ভাবী হেনা বলেন, “ফাতিমার চিৎকার শুনে ছুটে এসে দেখি সে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। পরে প্রতিবেশীরা এসে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।”
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দোষীকে আইনের আওতায় আনা হবে।”