• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাইস কুকারের রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ১২:৪৮ পিএম
রাইস কুকারের রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর
নালিতাবাড়ী থানা। ছবি : প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে রাইস কুকারের রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাসলিমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাসলিমা ওই গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে তালুকপাড়া গ্রামের এরশাদ আলীর স্ত্রী রাইস কুকারে ভাত বসিয়ে ঘরে যান। এ সময় শটসার্কিট থেকে হঠাৎ রাইস কুকারে আগুন লাগে। তা রান্নাঘরে ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি করে মেইন সুইচ বন্ধ করতে গিয়ে সেখানে বিদ্যুৎস্পর্শে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে ঘরের বিভিন্ন আসবাবপত্রে আগুন লেগে তাসলিমা দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শেরপুরের ফায়ার সার্ভিসের উপ পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। পরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।

Link copied!