• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

রাঙামাটিতে বসতঘর ও দোকানপাট পুড়ে ছাই


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০৭:১০ পিএম
রাঙামাটিতে বসতঘর ও দোকানপাট পুড়ে ছাই

রাঙামাটির জুরাছড়ি উপজেলার সদর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘর ও শতাধিক দোকান পুড়ে গেছে।

রোববার (৯ অক্টোবর) বেলা তিনটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, বেলা তিনটার দিকে আগুন লাগলেও বিকেল পর্যন্ত নেভানো সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। আগুনে প্রায় ৩০টি দোকান ও বসতঘর পুড়েছে।

জুরাছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান রিটন চাকমা জানান, দুপুরের পর আগুনের ঘটনা ঘটেছে। আগুনে ২০-২৫ দোকান পুড়েছে। কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

Link copied!