• ঢাকা
  • রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১২ রজব ১৪৪৬

হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৮:১৮ এএম
হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

নোয়াখালীর জেলা শহর মাইজদীর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে একযোগে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

শনিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রাতে হঠাৎ হকার্স ও নূপুর মার্কেটে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কার দোকান থেকে আগুনের সূত্রপাত কিছু বোঝা যাচ্ছে না। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫-২০টির অধিক দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ রয়েছে।

অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী সাংবাদিক জামাল উদ্দিন বিষাদ বলেন, হঠাৎ হর্কাস মার্কেটে আগুনের ফুলকি দেখতে পাই। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ রয়েছে। ভোরের আলোতে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

মো. ফরিদ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরবর্তীতে চৌমুহনী ফায়ার সার্ভিসসহ মোট ৮টি ইউনিট আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। এখনো অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে  আসেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে। 

Link copied!