• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রলীগে পদত্যাগের হিড়িক


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০১:৩৭ পিএম
কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রলীগে পদত্যাগের হিড়িক

কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করছেন। ১৬ সদস্যের কমিটির মধ্যে একে একে ফেসবুকে স্ট্যাটাস এবং অলিখিতভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া প্রায় সকল সদস্যই পদত্যাগ করেছেন।

বুধবার (১৭ জুলাই) রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আবির এ তথ্য নিশ্চিত করেন। 

ছাত্রলীগের কুষ্টিয়া মেডিকেল কলেজ শাখার পদত্যাগ করা ব্যক্তিরা হলেন সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হোসেন অরা, শাহাদাত হোসেন মেহেদী, জায়মা হোসেন ও নিঝুম হায়দারসহ কমিটির অন্যান্য সদস্যরা।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রলীগের ১৬ সদস্যের কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সংসদ।

কুষ্টিয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আবির জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজের ১৬ সদস্যের কমিটির মধ্যে বেশ কয়েকজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পদত্যাগের। তবে লিখিত আকারে পদত্যাগ করবেন কিনা সেটা তাদের ব্যাপার।

আব্দুল্লাহ আল আবির, “যেহেতু কলেজ বন্ধ ঘোষণা হওয়ায় আমরা বাড়িতে চলে এসেছি। আগামীকাল এই ব্যাপারে সিদ্ধান্ত হবে। সভাপতি-সম্পাদক পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Link copied!