• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে পাচার হচ্ছিল ইলিশ, জব্দ করল বিজিবি


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৮:০৬ পিএম
ভারতে পাচার হচ্ছিল ইলিশ, জব্দ করল বিজিবি
জব্দ করা ইলিশ। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২৭৫ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাংলাবাজার বর্ডার আউট পোস্টোর (বিওপি) আওতাধীন ঘিলাতলী সীমান্ত এলাকা থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

বিজিবির তথ্যমতে, ঘিলাতলী সীমান্ত দিয়ে ইলিশ পাচারের সময় অভিযান চালায় বিজিবি। তারা ১১ বক্সে মোট ২৭৫ কেজি ইলিশ জব্দ করে। এর আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইলিশ রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাবাজার বিওপির বিশেষ টহল কমান্ডার সুবেদার মো. আবুল বাশার আজাদ সংবাদমাধ্যমকে বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পাই ঘিলাতলী এলাকায় ইলিশ পাচার হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।”

[98018

আবুল বাশার আজাদ আরও বলেন, “আমাদের অভিযানে ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ জব্দ করা হয়েছে। ইলিশগুলো স্থানীয় কাস্টমসে জমা করা হবে।”

Link copied!