• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শজিমেক হাসপাতালে থাকবে হিরো আলমের অ্যাম্বুলেন্স


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৭:২০ পিএম
শজিমেক হাসপাতালে থাকবে হিরো আলমের অ্যাম্বুলেন্স

উপহার পাওয়া গাড়িটি দরিদ্র রোগী ও লাশ পরিবহনের কাজে ব্যবহারের জন্য অ্যাম্বুলেন্সে রূপান্তর করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) সামনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম।

কবে নাগাদ এ অ্যাম্বুল্যান্স সেবার কার্যক্রম শুরু হবে এমন প্রশ্নে হিরো আলম সংবাদ প্রকাশকে জানান, গাড়িটি নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কিছুটা মেরামত করতে হবে। তাছাড়া ১০ বছরের ট্যাক্স বাকি। এ বিষয়গুলো আগে জানা ছিল না। তাই অ্যাম্বুল্যান্স সেবা শুরু করতে কিছুটা সময় লাগবে।

হবিগঞ্জের বিষয়ে হিরো আলম জানান, হবিগঞ্জে গিয়ে তিনি মুগ্ধ হয়েছেন। ভবিষ্যতেও সেখানে আবার যাওয়ার ইচ্ছা রয়েছে। এখানে মানব সেবার কাজ করারও পরিকল্পনা রয়েছে তার। এর আগেও সিলেটে বন্যার সময় এখানে এসে কাজ করেছেন বলে জানান হিরো আলম।

Link copied!