• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

উপহারের গাড়ি নিয়ে বিপাকে হিরো আলম


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১২:৪৬ পিএম
উপহারের গাড়ি নিয়ে বিপাকে হিরো আলম

হবিগঞ্জের এক শিক্ষকের কাছ থেকে উপহার হিসেবে একটি গাড়ি পেয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরই মধ্যে গাড়িটিকে অ্যাম্বুলেন্স বানানোর ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) হিরো আলমের কাছে গাড়ির চাবি ও কাগজপত্র হস্তান্তর করেন শিক্ষক মখলেছুর রহমান।

এই উপহারের গাড়ি আনতে গিয়ে কম বিপদে পড়েননি হিরো আলম। পথেই মামলা খেয়ে ২৫ হাজার টাকা জরিমানা গুনেছেন। এবার জানা গেল নতুন খবর। উপহারের গাড়িটির  ট্যাক্স বকেয়া এবং ফিটনেস হালনাগাদ নেই। জানা গেছে, গাড়ির লাইসেন্স নবায়ন করতেই লাগবে ৪ লাখ টাকার ওপরে।

মখলেছুর রহমান যে গাড়িটি হিরো আলমকে উপহার দেন, তার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ ৫১-৪১০১। গাড়িটির সর্বশেষ ট্যাক্স প্রদান করা হয় ২০১৩ সালের ১৮ মার্চ। ওই বছরের ১৫ জুলাই গাড়ির ফিটনেস মেয়াদোত্তীর্ণ হয়। ফলে গাড়িটির ১০ বছরের বকেয়া হিসাবে সরকারি ফি দিতে হবে ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।

বিআরটিএ হবিগঞ্জের সহকারী পরিচালক হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, ২০১৩ সাল থেকে যদি গাড়িটির মেয়াদোত্তীর্ণ হয় তাহলে বিপুল পরিমাণ টাকা বকেয়া দিতে হবে।

Link copied!