• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

যে কারণে কলাইক্ষেতে অবতরণ করল হেলিকপ্টার


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০৬:২৯ পিএম
যে কারণে কলাইক্ষেতে অবতরণ করল হেলিকপ্টার

পাবনার সাঁথিয়ায় গ্রামের কলাইক্ষেতে হঠাৎ অবতরণ করেছে একটি হেলিকপ্টার। জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে আসা হেলিকপ্টারটি গ্রামের মাঠে জরুরি অবতরণ করে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে এমন ঘটনা দেখে স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় করে। পরে ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

মিয়াপুর গ্রামের স্থানীয়রা জানান, বিকেলে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এ সময় খুব নিচ দিয়ে হেলিকপ্টারটি যেতে দেখা যায়। কিছু সময় পর সেটি জরুরি অবতরণ করে। এলাকার লোকজন কৌতূহল নিয়ে ঘটনাস্থলে ভিড় জমায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ঘটনাস্থল মিয়াপুর থেকে ১০ কিলোমিটার দূরে আতাইকুলায় কারখানা পরিদর্শনে যাচ্ছিলেন আকিজ গ্রুপের কর্মকর্তারা। প্রচণ্ড বৃষ্টির কারণে পাইলট জরুরি অবতরণ করেন। বৃষ্টি থামার পর তারা চলে যান। হেলিকপ্টার ও ভেতরে থাকা কারও কোনো ক্ষতি হয়নি।
 

Link copied!