• ঢাকা
  • বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

তীব্র গরমের পর বৃষ্টি, বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৮:০০ পিএম
তীব্র গরমের পর বৃষ্টি, বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নারী-শিশুসহ ৯ জন। এছাড়া মারা গেছে গবাদিপশুও।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তীব্র গরমের পর বৃষ্টি শুরু হলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (১৭), নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম (২৮) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩)।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রকিবুল আলম চয়ন বলেন, বজ্রপাতে আহত ও নিহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

Link copied!