• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেলহাজতে


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০৯:২৪ পিএম
ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেলহাজতে

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নারী অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে হাবিবুল ইসলাম নামের এক প্রধান শিক্ষককে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এর আগে, শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রূপালি কেশবা গ্রামের কলেজ পাড়া থেকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।

অভিযুক্ত আসামি হাবিবুর রহমান উপজেলার দক্ষিণ রাজীব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব পাটোয়ারী পাড়া গ্রামের মৃত বাছান ‍আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান বিয়ের প্রলোভন দিয়ে ওই অফিস সহায়িকাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছেন। স্বামী পরিত্যক্তা ওই অফিস সহায়িকা বিয়ের কথা বললে ওই শিক্ষক নানা অজুহাত দেখিয়ে সময় ক্ষেপণ করে আসছেন। শনিবার রাতে হাবিবুর ওই অফিস সহায়িকার সদর ইউনিয়নের কেশবা কলেজপাড়া বাড়িতে গিয়ে আবারও নানা মিথ্যা প্রলোভন দেখান। কিন্তু অফিস সহায়িকা তার অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ সময় তাকে ফের ধর্ষণ করেন তিনি।  

এসময় ধর্ষিতার চিৎকারে তার ছেলে ও এলাকাবাসী এসে ধর্ষককে আপত্তিকর অবস্থায় আটক করে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় রোববার ভুক্তভোগী নিজে বাদী হয়ে ধর্ষণ মামলা করেন।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অফিস সহায়ক পদে চাকরি করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রোববার দুপুরে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।”
 

Link copied!