• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

‘চরের হাট’ পেয়ে খুশি এলাকাবাসী


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩, ০৮:৫৩ পিএম
‘চরের হাট’ পেয়ে খুশি এলাকাবাসী

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র অববাহিকায় উদ্বোধন হয়েছে এমফোরসি চরের হাট।

শনিবার (২৯ জুলাই) সকালে উপজেলার চরবজরা দিয়ারখাতায় পল্লি উন্নয়ন অ্যাকাডেমি বগুড়ার আয়োজনে মেকিং মার্কেটিস ওয়ার্ক ফর দি চরস দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় এমফোরসি ‘চরের হাট’ -এর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, “চর এলাকার ৩২ হাজার হেক্টর চাষযোগ্য জমিতে উন্নত প্রযুক্তিগত ফসল উৎপাদন ও বিপণন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী চরের জমি চাষযোগ্য করা ও চরের মানুষের জীবন মান উন্নয়নের গবেষণা ও প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন। বর্তমান সরকার চর এলাকার বাড়ি, ফসল, মাকের্ট উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের হতদরিদ্র পরিবারগুলোর সচ্ছলতা ও অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে।”

এমফোরসি প্রকল্পের সঙ্গে জড়িত সুইচ কন্ডাক্ট বাংলাদেশের ক্লাস্টার অফিসার মো. ফরহাদ হোসেন বলেন, “১৮ লাখ টাকা ব্যয়ে চরের হাটটির যাত্রা শুরু হলো। ব্রহ্মপুত্র অববাহিকার ৮-১০টি চরের প্রায় এক লাখ ২০ হাজার পরিবার সপ্তাহের শনি ও মঙ্গলবারে নিজেদের উৎপাদিত পণ্য এই হাটে কেনা-বেচা করতে পারবেন। যার ফলে তাদের কষ্ট করে ব্রহ্মপুত্র পাড়ি দিতে হবে না।”

হাটে পণ্য নিয়ে আসা বিক্রেতা মকুল মিয়া বলেন, “আমি পেশায় মাংস ব্যবসায়ী। আগে চিলমারী বাজারে গিয়ে বিক্রি করতাম। এখন এই হাটে নিজের বাড়ির উৎপাদিত সবজি বিক্রি করতে নিয়ে এসেছি।”

চিলমারী ইউনিয়নের চর শাখাহাতি থেকে আসা ক্রেতা মো. আমিনুল ইসলাম বলেন, “হামার নৌকাত করি চিলমারীর থানাহাট বাজার যাইতে প্রায় ১ ঘণ্টা নাগে, এল্যা বাড়ির পাশত চরের হাট হওয়ায় হামার মতো মানষের খুব উপকার হইল।”

এসময় পল্লি উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. খুরশীদ ইকবাল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন (এমপি), কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আসাদ মো. মাহফুজুল ইসলাম, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

Link copied!