মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরিডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উদ্ধারকাজ শুরু করা হলেও উদ্ধারজাহাজ প্রত্যয়ের আসার অপেক্ষা করা হচ্ছে।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেরি উদ্ধারে সক্ষমতা নেই উদ্ধারজাহাজ হামজা ও রুস্তমের। দুই দিনে উদ্ধারজাহাজ হামজা ও রুস্তম দিয়ে তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। ২৫০ টন ওজনের উদ্ধারজাহাজ প্রত্যয় এলে মূল কাজ শুরু হবে।
দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবির এখনো নিখোঁজ রয়েছেন বলে জানান এই কর্মকর্তা। তার ধারণা, হুমায়ুন কবির ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন।
ফেরিডুবির কারণ নিশ্চিত নয় জানিয়ে খালেদ নেওয়াজ বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।