‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতি তুলে ধরে লক্ষ্মীপুরে শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়ালিকা উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উৎসব পালন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার হলরুমে ব্যতিক্রমী এই দেয়ালিকা উৎসব কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ মজুমদার প্রমুখ।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবরা দেয়ালিকা উৎসবে অংশ নেন। এসময় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ ছাত্র-জনতার প্রতিচ্ছবি এবং আন্দোলন সংগ্রামের নানা চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা।
হলরুমের চারদেয়ালে আওয়ামী লীগ ও ওই সময়ের আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের চিত্র তুলে ধরে দেয়ালিকা দিয়ে সাজানো হয়। পরে জেলা প্রশাসকসহ অন্যরা ঘুরেঘুরে দেয়ালিকা পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “জেলায় ৭৩২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখন এই ৭৩২টি বিদ্যালয়ে উৎসব বইছে। আজকে শুধুমাত্র সদর উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। এতে শিক্ষার্থীদের অসাধারণ মেধা, প্রতিভার এক চমৎকার বহিঃপ্রকাশ ঘটেছে। এটি এখন সমগ্র জেলায় ছড়িয়ে পড়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলায় এই উৎসব পালন করা হবে। কীভাবে জুলাই-আগস্ট বিপ্লব হয়েছে, সে চিত্র তুলে ধরা হয়েছে। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।”