নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মাঠ থেকে দুই তরুণ-তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশের সঙ্গে একটি চিরকুট মিলেছে। এতে অনুরোধ জানানো হয়েছে, তাদের লাশ যেন একসঙ্গে মাটি দেওয়া হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের একটি বালুর মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে গেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিদ্ধিরগঞ্জের মিজমিজি ডাম্পিংসংলগ্ন এলাকাটি বিনোদন স্পট হিসেবে পরিচিত। সেখানে ঘুরতে আসা দর্শনার্থীরা রাতে বালুর মাঠে দুটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় মরদেহের সঙ্গে একটি পাওয়া যায়। এতে লেখা রয়েছে— ‘আসসালামু আলাইকুম আপনাদের সমাজের সবার কাছে আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এটি আত্মহত্যা। তাদের মুখ থেকে কীটনাশকের গন্ধ পাওয়া গেছে। পাশে একটি বোতল পাওয়া গেছে, সেটা থেকেও গন্ধ বের হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।”