কক্সবাজারের টেকনাফ পৌরসভা এলাকা থেকে একটি পুরোনো গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ অক্টোবর) রাতে টেকনাফ পৌরসভা এলাকা থেকে পুরোনো গ্রেনেডটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, “টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড পুরাতন পল্লান পাড়ার কুয়েত মসজিদের পূর্ব পাশে খোলা জায়গায় শিশুরা খেলা-ধুলা করার সময় একটি পুরোনো গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। গ্রেনেডটি দেখার পর পুলিশকে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।”
ওসি আরও বলেন, “বিষয়টি সেনাবাহিনীকে অবগত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সেনাবাহীনির একটি বিশেষজ্ঞদল এসে গ্রেনেডটি পরীক্ষা-নিরীক্ষার পর নষ্ট করা হবে। গ্রেনেডটি দীর্ঘদিন ধরে মাটির নিচে থাকায় মরিচা ধরেছে। এর প্রকৃত উৎস জানার চেষ্টা চলছে।”