• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নৌকার প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা, এসআই প্রত্যাহার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ০৮:১১ পিএম
নৌকার প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা, এসআই প্রত্যাহার
আ.লীগ প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ডানে মাফলার পরা এসআই জিলালুর রহমান। ছবি : সংগৃহীত

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জিলালুর রহমান। এ ঘটনায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসআই জিলালুর রহমান। এ সময় তার সঙ্গে অনান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। ফুল দেওয়ার সেই ছবি সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, নৌকার এক প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে এমন একটি ছবি নজরে এসেছে। এরপরই তাকে পুলিশ লাইন্সে বদলি করা হয়।

এদিকে প্রত্যাহারের বিষয়ে কথা বলতে এসআই জিলালুর রহমানের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের তিনি বলেছেন, নির্বাচনকে ঘিরে তিনি কাউকে ফুলেল শুভেচ্ছা জানাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি প্রচার করা হচ্ছে, সেটা অনেক আগের। 

Link copied!