• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

নিজেদের স্বপ্নের কথা জানাল জিপিএ-৫ পাওয়া যমজ দুই বোন


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: মে ১৩, ২০২৪, ০৯:৩৫ পিএম
নিজেদের স্বপ্নের কথা জানাল জিপিএ-৫ পাওয়া যমজ দুই বোন
জমজ দুই বোন। ছবি : প্রতিনিধি

টাঙ্গাইলের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে যমজ দুই বোন। এসএসসিতে ভালো ফলাফল করাসহ ভবিষ্যতে তারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন চিকিৎসক ও একজন প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে।

জিপিএ-৫ প্রাপ্তরা হলেন, অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্ণা। অর্পার প্রাপ্ত নম্বর ১১২৩ ও অর্ণার প্রাপ্ত নম্বর ১১১৪। যমজ দুই বোন বিজ্ঞান বিভাগের ছাত্রী।

অর্পা ও অর্ণা পৌর শহরের ওয়ালটন প্লাজার সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার অনুপ কুমার সাহা ও গৃহিণী সুম্মিতা ঘোষ দম্পতির যমজ মেয়ে। তারা পৌর শহরের সাবালিয়া এলাকার বাসিন্দা।

অর্পিতা সাহা অর্পা জানায়, ভবিষ্যতে সে বাংলাদেশ সেনাবাহিনীর একজন চিকিৎসক হতে চায়। দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকার স্বপ্ন দেখছে সে। তার স্বপ্ন বাস্তবায়নে সকলের আশীর্বাদ কামনা করেছে সে।

অর্মিতা সাহা অর্ণা জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে সে। স্বপ্ন পূরণে সবার আশীর্বাদ কামনা করেছে অর্ণা।

বাবা অনুপ কুমার সাহা বলেন, “আমি চাই, আমার মেয়েরা মানুষের মতো মানুষ যেন হয়। তাদের স্বপ্ন ও আশা পূরণে আমি সর্বাত্মক সহযোগিতা করব। তারা যেন দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে পারে, এটিই আমার প্রত্যাশা।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!