‘তাঁত শিল্পের ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার’


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০৬:৩৭ পিএম
‘তাঁত শিল্পের ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার’

তাঁত শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সরকার সহায়তা করবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম শাখাওয়াত হোসেন।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে নরসিংদীতে বস্ত্র ও তাঁত সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি।

ড. এম শাখাওয়াত হোসেন বলেন, “এই খ্যাতের প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ যে সব সমস্যা রয়েছে, সে সব বিষয়ে আলোচনা করে সমাধানে কাজ করা হবে।”

বস্ত্র ও পাট উপদেষ্টা আরও বলেন, “সরকারি প্রতিষ্ঠানগুলো লোকসানে নয় অন্তত নির্ভরশীল হয়ে চলতে পারে, এমন পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। নরসিংদীর মতো শিল্প এলাকায় বিদ্যুৎ ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হবে।”

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব আব্দুর রউফ, বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহম্মেদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

 

Link copied!