বিয়ের দাবিতে প্রেমিকের অফিসের গেটের সামনে অবস্থান নিয়েছেন তৃপ্তি নামের এক তরুণী। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অফিসের সামনেই বসে থাকেন ওই তরুণী। এসময় প্রেমিক আব্দুল মালেক সেখান থেকে পালিয়ে যান।
পাবনার ঈশ্বরদী উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত প্রেমিক আব্দুল মালেক সমাজসেবা অধিদপ্তরের কম্পিউটার অপারেটর পদে কর্মরত।
তৃপ্তির অভিযোগ, পাঁচ বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে তারা বিভিন্ন আবাসিক হোটেল ও রিসোর্টে থেকেছেন। এমনকি তাদের শারীরিক সম্পর্কও হয়েছে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে আব্দুল মালেকের পরিবারকে সব কথা জানিয়ে বিয়ের দাবি জানান ওই তরুণী। তার দাবির প্রেক্ষিতে ছেলের পরিবার ৬ মাস সময় নেয়। এই সময় অতিবাহিত হলে তিনি আবার ছেলের বাড়ি যান। তখন আব্দুল মালেক বিয়ে করে তাকে পালকিতে করে নিয়ে যাবে বলে আশ্বাস দেন।
ওই তরুণী জানান, সম্প্রতি মালেক তাকে এড়িয়ে চলার চেষ্টা করেন। আর কোনো উপায় না পেয়ে তিনি বিয়ের দাবিতে মালেকের কর্মস্থল ঈশ্বরদী উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। পরে সেখানে মালেক ও তার পরিবারের লোকজন ওই তরুণীকে লাঞ্ছিত করেন।
তবে আব্দুল মালেক এ বিষয় অস্বীকার করেন। তিনি বলেন, “তৃপ্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এমন অভিযোগ নিয়ে এসেছে।”
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, “ওই তরুণী অফিসে এসে অবস্থান করছেন। এটা তো আমাদের অফিসিয়াল কোনো বিষয় না। এবিষয়ে আমাদের কিছু করার নেই। তবে যার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তিনি আমাদের অফিসেরই একজন। কোনো লিখিত অভিযোগ পেলে আমার ঊর্ধ্বতনদের জানাব এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেব।”
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।”