• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপহরণের ৪ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ০২:২৬ পিএম
অপহরণের ৪ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩
ছবি : সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক কিশোরীকে (১৭) অপহরণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব লামছি গ্রামের আবদুল হালিমের ছেলে মো. সুজন মিয়া (২৯), আবুল হাসেমের ছেলে মো. ফারুক (২২) ও দেলোয়ার হোসেনের ছেলে মো. ইব্রাহীম (৩০)। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে সকালে উপজেলার পূর্ব লামছি গ্রামের মজিদের হাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ অপহৃত কিশোরীকে উদ্ধার করে।

পুলিশ জানায়, রোববার (২২ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার লেদু কোম্পানির হাট এলাকা থেকে অজ্ঞাতনামা আসামিরা সিএনজিযোগে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তী সময়ে ভিকটিমের বাবা এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, “মামলার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ভিকটিমের ২২ ধারার জবানবন্দিসহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন।”

Link copied!