কুড়িগ্রামের রাজারহাটে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৬ বছরের কিশোরী। জানা গেছে, কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে এক ট্রাকচালক ও তার সহযোগী মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ করেছে মোবাইলে। ওই কিশোরী কৌশলে পালিয়ে এসে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিলে তাকে উদ্ধার করে যৌথ বাহিনী।
এ ঘটনার পর ধর্ষক ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। থানায় মামলা হয়েছে।
এদিকে শুক্রবার (২১ মার্চ) সকালে ওই মেয়েটির মেডিকেল রিপোর্ট করতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া কিশোরীকে দেখতে ভীড় করছেন স্থানীয়রা। সেখানে উপস্থিত যৌথ বাহিনীও।
আত্মীয়তার সুবাদে ২ মার্চ রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান মাহমুদ গ্রামের ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যান গাড়ি চালক ফজলুল হক ও তার স্ত্রী।
এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী লালমনিরহাট সদরের চরগুকুন্ডা গ্রামে নিয়ে আসা হয় কিশোরীকে। পরে স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে তাদের বাড়িতে আটকিয়ে রেখে ১৮ দিন যাবত ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারন করে ফজলুল ও তার সহযোগী সেলিম।
এরপর গত বুধবার রাতে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে আসার সময় ফজলুলের লোকজন ধাওয়া দিলে পার্শ্ববর্তী রাজারহাটের গতিয়াসাম গ্রামে আব্দুল বাছেদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয় কিশোরী। সেখানে তার সঙ্গে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয় সে।
জানা গেছে, ভুক্তভোগী কিশোরী রাজারহাট উপজেলার মধ্য সুলতান বাহাদুর গ্রামের দুলু মিয়ার মেয়ে।
রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম এলাকার আরিফ হাসান জানান, ভুক্তভোগী মেয়েটির আশ্রয় নেওয়ার খবর পেয়ে সেখানে যাই এবং ঘটনার সত্যতা খুঁজে পাই। পরে আমরা এলাকাবাসী সেনাবাহিনী ও পুলিশকে খবর দেই। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে অভিযুক্ত ড্রাইভারের বাড়িতে গেলে ড্রাইভার ফজলুল পালিয়ে যান। পরে তার বাড়ি থেকে ছুরি, কাচিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।
স্থানীয়রা জানান, গত বুধবার রাত আনুমানিক আটটার দিকে হেলেনা পারভীন নামের একটি মেয়ে ফজলুর বাড়ি থেকে পালিয়ে এসে সরিষাবাড়ি বাজারের কাছে বাছেদউদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসে। পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী মেয়েটিকে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তসলিম উদ্দিন জানান, এ ঘটনায় রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। শুক্রবার সকালে ধর্ষিত মেয়েটির মেডিকেল রিপোর্ট করতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ ও সেনাবাহিনী তৎপর রয়েছে।