মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার বাসাবাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে জেলার কালাপুরে শেভরন গ্যাস ফিল্ডে যান্ত্রিক ত্রুটির কারণে এই সংকট দেখা দেয়। এতে সমস্যায় পড়েছেন গ্রাহকরা।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী জানান, কাজ চলছে, বিকেলের মধ্যে গ্যাস সরবরাহ সমস্যার সমাধান হবে।
জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বলেন, “গতরাতে (২৮ আগস্ট) কালাপুরের শেভরন গ্যাস ফিল্ডে হঠাৎ যান্ত্রিক ত্রুটি হওয়ায় সমস্যা দেখা দেয়। পরে আমরা পাইপ দিয়ে হবিগঞ্জের সঙ্গে যুক্ত করি, যার কারণে গ্যাসের চাপ কমে যায়।”
জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের তথ্য মতে, মৌলভীবাজার সদরে প্রায় ৭ হাজার গ্রাহক। তাদের মধ্যে ৭০০ হবে বাণিজ্যিক গ্যাস গ্রাহক।