• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভোলায় আরও একটি কূপে গ্যাসের সন্ধান


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ০৯:২৩ এএম
ভোলায় আরও একটি কূপে গ্যাসের সন্ধান

ভোলায় এবার বাপেক্সের অষ্টম কূপে গ্যাসের সন্ধান মিলেছে। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভোলা সদরের পশ্চিম ইলিশায় ভোলা নর্থ-২ নামে নতুন এই কূপে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্বালন করার মধ্য দিয়ে গ্যাস পাওয়ার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক মো. আলী।

সদর উপজেলার পশ্চিম ইলিশার দক্ষিণ চরপাতা গ্রামে চেয়ারম্যান বাড়ির কাছে নতুন এই কূপটি অবস্থিত।

মো. আলী জানান, ৩ হাজার ৫২৮ মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। বর্তমানে পরীক্ষার জন্য আগুন প্রজ্বালন করা হয়। ৭২ ঘণ্টা পর মজুদের বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। ধারনা করা হচ্ছে এই কূপ থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। এই কূপটি হচ্ছে ভোলা সদর উপজেলার দ্বিতীয় কূপ এবং জেলায় অষ্টম কূপ। ভোলার ২টি কূপ থেকে দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।

বাপেক্স সূত্র জানায়, নতুন নতুন কূপ খননের ফলে গ্যাসের মজুদ বাড়ছে। একই সঙ্গে সন্ধান করা হচ্ছে নতুন নতুন গ্যাস পয়েন্টের। এছাড়া চরফ্যাশন ও মনপুরা উপজেলায় গ্যাসের অস্তিত্ব চিহ্নিত করতে ভূতাত্ত্বিক জরিপ শুরু করা হবে।

বর্তমানে শাহাবাজপুর ১, ২, ৩, ৪ ও শাহাবাজপুর ইস্ট-১ নামের ৫টি কূপ থেকে গ্যাস উত্তোলন হচ্ছে। প্রতিদিন ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা গেলেও জেলার গৃহস্থালি গ্যাস সংযোগসহ চারটি বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন ৭৫ থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে ।

Link copied!