• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিলেটে গ্যাস সঞ্চালনের পাইপ ফেটে যান চলাচল ২ ঘণ্টা বন্ধ


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ০৭:৩২ পিএম
সিলেটে গ্যাস সঞ্চালনের পাইপ ফেটে যান চলাচল ২ ঘণ্টা বন্ধ

সিলেটে গ্যাস সঞ্চালনের পাইপ ফেটে গ্যাস বের হওয়ায় সিলেট-তামাবিল সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সোমবার (৬ নভেম্বর) বিকেলে নগরের মেজরটিলা এলাকায় রাস্তার পাশে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পানির লাইনের কাজ করার সময় প্রবল বেগে গ্যাস বের হওয়ার এ ঘটনা ঘটে।

সিসিকের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেজরটিলা বাজারে পানির পাইপ স্থাপনের কাজ করা হচ্ছে। বিকেল সোয়া ৩টার দিকে মাটি কাটার মেশিনের (এক্সকাভেটর) আঘাতে গ্যাসের পাইপ ফেটে গিয়ে প্রবল বেগে গ্যাস বের হতে থাকে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) কর্মকর্তা-কর্মচারী গিয়ে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ করেন। পরে বিকেল পৌনে ৫টার দিকে পাইপের গ্যাস সঞ্চালন বন্ধ করা সম্ভব হয়।

জেজিটিডিএসএলের ব্যবস্থাপক (পূর্ব) সংকর চন্দ্র শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছোটখাটো বিষয়। সিটির পানির লাইনের কাজ করার সময় এক্সকাভেটর লেগে গ্যাসের পাইপ ফেটে যায়। মেরামতের জন্য আমাদের টিম কাজ করছে। কয়েক ঘণ্টার মধ্যে সমাধান হয়ে যাবে।

Link copied!