সিরাজগঞ্জের এনায়েতপুরের মন্ডলপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা উৎসব। শনিবার (২৯ এপ্রিল) মন্ডলপাড়া যুবকদের আয়োজনে ১৭৯তম এ লাঠিখেলা অনুষ্ঠিত হয়।
এদিকে এ খেলা দেখতে ভিড় জমান শত শত নারী-পুরুষ।
দেশীয় সংস্কৃতি তুলে ধরতে ঈদ-পরবর্তী এ বর্ণাঢ্য আয়োজনে সভাপতিত্ব করেন নুরুল আলম মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরাজুল ইসলাম স্বপন। অন্যদের মধ্যে ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি মুক্তার হাসান, সমাজসেবক শাহআলম শেখ ও আলী হোসেন শেখসহ আরও অনেকে।
খেলায় অংশ নেওয়া প্রবীণ লাঠিয়ালরা বলেন, পূর্বপুরুষ থেকে বিভিন্ন এলাকায় লাঠিখেলা খেলে থাকি। এ বছর আমরা ১৭৯তম লাঠিখেলা উৎসব করছি। গ্রামবাংলার হারিয়ে যাওয়া সব খেলা রক্ষার উদ্যোগ নেওয়া দরকার।