• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেপ্তার


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ০৯:৫৯ এএম
গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেপ্তার
খন্দকার জাকারিয়া আলম জীম

গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ২টার দিকে জেলা শহরের ফকিরপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, জীমের বিরুদ্ধে মামলা থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জীমের ছোট ভাই খন্দকার আল আমিন বলেন, “গতকাল রাত থেকেই পুলিশ বাসার চারদিকে ঘুরছিল। বাস টার্মিনাল থেকে বাসায় ঢোকার সময় ফকির পাড়া মোড় থেকে জীমকে পুলিশ আটক করে নিয়ে গেছে। এ সময় আমি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম তারা কোনো উত্তর দেননি।”

সদর থানা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হাসান আলাল বলেন, কোটা বিরোধী আন্দোলন দমানের জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের বাড়িতে রাতে হানা দিচ্ছে পুলিশ। বুধবারের সাধারণ ছাত্রদের কোটাবিরোধী আন্দোলন দমানোর জন্যই নেতা-কর্মীদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের জন্যই তাদের আটক করা হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!