• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৬

মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ গ্রেপ্তার


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৭:১৫ পিএম
মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ গ্রেপ্তার

একাধিক মানব পাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে (৫৫) ঢাকার শাহবাগ থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। এর আগে এদিন সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ফরহাদ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।

ফরহাদ মাদারীপুর জেলার ডাসার থানার গোপালপুর ইউনিয়নের মৃত হামিজ উদ্দিন মাতুব্বরের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ জানিয়েছেন, তিনি মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার থানাধীন এলাকায় বিদেশ যেতে আগ্রহী সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন দেশে পাঠানোর লোভনীয় প্রস্তাব দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। পরবর্তীতে তার নামে কালকিনি ও ডাসার থানায় মামলা করা হলে আত্মগোপনে চলে যান।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

Link copied!