পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে একটি ফুয়েল স্টেশনের ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড ট্রেডিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে উপজেলার ভাউলাগঞ্জের মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. আজিজুল হাকিম।
আজিজুল হাকিম বলেন, “মেসার্স মাওয়া ফিলিং স্টেশনের বিরুদ্ধে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। আমরা ডিসপেন্সিং ইউনিট বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এই সংক্রান্ত একটি নোটিশ জনস্বার্থে ডিসপেন্সিং ইউনিটে টাঙিয়ে দেওয়া হয়েছে।”