• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০, ২১ শা'বান ১৪৪৬

মসজিদ থেকে এসে দেখেন বিছানায় স্ত্রীর রক্তাক্ত মরদেহ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১২:১২ পিএম
মসজিদ থেকে এসে দেখেন বিছানায় স্ত্রীর রক্তাক্ত মরদেহ
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে নাসিমা আক্তার নামের এক নারীকে হত্যার খবর পাওয়া গেছে। তিনি আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ওই নারীর মরদেহ বিছানাতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ধারালো অস্ত্রের আঘাতে তাকে খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি।

স্থানীয় ইউপি মেম্বার মুসা মিয়া জানান, ওই নারীর স্বামী ও ছেলে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে দেখেন বিছানাতে নাসিমা আক্তারের মরদেহ পড়ে আছে।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, তিনি ঘটনাস্থলে আছেন। হত্যাকাণ্ডের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। 

Link copied!