• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

সাতক্ষীরায় ঈদের ছুটিতে বন্ধুরা মিলে মদ পান, ৩ জনের মৃত্যু


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৪:৩৭ পিএম
সাতক্ষীরায় ঈদের ছুটিতে বন্ধুরা মিলে মদ পান, ৩ জনের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনিতে ঈদের রাতে বিষাক্ত মদ পান করে ৩ যুবকের মৃত্যু হয়েছে। আরও ৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার (২ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, তেতুলিয়া গ্রামের নাজমুল হোসেন (৩৫), টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের ইমরান হোসেন (২৫)।

অসুস্থরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, আশাশুনিসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, সোমবার (৩১ মার্চ) ঈদের রাতে আশাশুনি উপজেলার কাঁদাকাটি ইউনিয়নের কাঁদাকাটি গ্রামের তেতুলিয়া বাজার সংলগ্ন পঞ্চপল্লী মহাশ্মশানে বসে ১৫-১৬ বন্ধু মিলে মদ পান করেন। পরে রাতে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। ভোরে তাদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তিনজনের মৃত্যু হয়। অসুস্থদের অবস্থা আশঙ্কাজনক।”

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রসুন কুমার বলেন, “আশাশুনি হাসপাতালে ভর্তি অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজন অন্য হাসপাতালে মারা গেছেন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন বলেন, ‘তিনজনের মৃত্যুর খবর পেয়েছি।”
 

Link copied!