• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমজমাট ফেনী


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ০৭:১১ পিএম
প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমজমাট ফেনী
নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মিছিল বের করেন নেতাকর্মীরা। ছবি : সংবাদ প্রকাশ

ফেনীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফেনীর তিনটি আসনেই নৌকার প্রার্থীদের জমজমাট প্রচার-প্রচারণা লক্ষ্য করা যায়।

ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে নৌকা প্রতীকে বিজয়ী করতে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিল বের করেন নেতাকর্মীরা। সন্ধ্যায় ছাগলনাইয়ার বিভিন্ন হাট-বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন নাসিম চৌধুরী।

একইদিন ফেনী-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল সদর উপজেলায় একযোগে ১১১টি কেন্দ্র ও পৌরসভাসহ ১৪০টি কেন্দ্রে নৌকার বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে পৃথক পৃথক মিছিল, মাইকিং ও গান-বাজনা বাজিয়ে প্রচার-প্রচারণা করেন।

এছাড়া এই আসনে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীরা মিছিল, মাইকিং ও গান-বাজনা করে প্রচার-প্রচারণা চালিয়েছেন। এ সময় জাপার মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চান। 

অন্যদিকে ফেনী-৩ আসনে লে. জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধুরী সোনাগাজীতে লাঙ্গল প্রতীকের প্রচারণা ও গণসংযোগ করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্ল্যাহ নির্বাচনী মাঠে ঈগল পাখি প্রতীকের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন, প্রচার-প্রচারণার ক্ষেত্রে মাইক ব্যবহারে সতর্ক থাকতে হবে। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বোচ্চ ৩টি মাইক ব্যবহার করা যাবে। এছাড়া কোনো জীবন্ত প্রাণী প্রচার-প্রচারণার কাজে ব্যবহার করা যাবে না। নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত সব আইন মেনে চলতে হবে। কোনো প্রার্থী আইন অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!