• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০২:১৪ পিএম
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরার রাধানগরে জেলা যুবদল আয়োজনে এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, সাবেক যুবদলের সমন্বয়ক ও কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, যুবদলের সাবেক সহসমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ, আলিমুজ্জামান আলিম, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, সাতক্ষীরা সদর যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজীব, সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।

এ সময় সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তারদের সহযোগিতায় এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Link copied!