• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
সাংবাদিক নাদিম হত্যা

চেয়ারম্যান বাবুসহ চারজনকে থানায় হস্তান্তর


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ১১:৫২ এএম

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেপ্তার সাধুপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ চারজনকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

রোববার (১৮ জুন) ভোরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে চেয়ারম্যানসহ আরও তিনজনকে থানায় আনে র‌্যাব। তাদের আদালতে পাঠানো হবে। একই সঙ্গে প্রত্যেকের সাতদিনের রিমান্ড চাওয়া হবে।

এর আগে, শনিবার (১৭ জুন) পঞ্চগড় থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তিনজন ও বগুড়া থেকে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জ বাজার থেকে নিলক্ষীয়ায় বাড়ি ফিরছিলেন সাংবাদিক নাদিম। এ সময় অতর্কিতভাবে ১০-১২ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করেন। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার সকাল ১০টায় বকশীগঞ্জ নুর মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও গুমেরচর জিগাতলা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের বাড়ি নিলাক্ষীয়া ইউনিয়নে গুমেরচরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

Link copied!