• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

হত্যার ২২ বছর পর চারজনের যাবজ্জীবন


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৭:১৫ পিএম
হত্যার ২২ বছর পর চারজনের যাবজ্জীবন

পাবনার সদর উপজেলার ভাঁড়ারায় আলাউদ্দিন নামে এক বালু ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার ২২ বছর পর চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে খালাস দিয়েছেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে ২০০০ সালের ৩ আগস্ট আলাউদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে মরদেহ চরতারাপুর পদ্মা নদীতে ফেলে দেয়। ঘটনার ৩ দিন পর পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত আলাউদ্দিনের চাচা আনিসুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দায়ের করেন। ১২ জনের সাক্ষ্য ও দীর্ঘ আইনীপ্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।

রায়ে সন্তুষ্ট প্রকাশ করে বিশেষ পিপি অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক বলেন, “আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাদের উপযুক্ত শাস্তি দিয়েছেন। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমি মনে করি।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!