• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩০,

ঘন কুশায় একসঙ্গে চার গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ২০


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৩:১৫ পিএম
ঘন কুশায় একসঙ্গে চার গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ২০

গোপালগঞ্জে ঘন কুশায় কারণে একসঙ্গে ৪টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। পরে ওই সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

নিহত ব্যক্তির নাম মো. আলী রাজ। তিনি পিরোজপুরের গেন্ডারিয়া এলাকার মো. মিজানুর রহমানের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের চালক ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছালে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গোপালগঞ্জগামী ও বিপরীতগামী আরও দুইটি গাড়ির সংঘর্ষ হয়। এতে করে চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।  

এসময় ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক নিহত হন ও আহত হয় ২০ জন। এসময় হতাহতদের উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হন স্থানীয় তিন যুবক। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনার স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এঘটনায় মহাসড়কে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রুমান মোল্লা বলেন, সকালে ঢাকা খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় চারটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় ২০ জন। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Link copied!