• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৪


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০৫:৪৯ পিএম
চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৪

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৬ মে) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

এর আগে, বৃহস্পতিবার (২৫ মে) রাতে জেলার বোয়ালমারী উপজেলার বাইখির চৌরাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে দুটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন বোয়ালমারী উপজেলার বাইখির গ্রামের আব্দুল ছাত্তারের শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৬), একই গ্রামের সিহাব মোল্যার ছেলে সুমন মোল্যা (২৪), আক্তার হোসেনের দুই ছেলে নাইমুর রহমান নাইম (২৬) ও ওহিদুর রহমান (৩৯)।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম বলেন, “গ্রেপ্তাররা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। গ্রেপ্তারদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”  

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!